মুকসুদপুরে নৈশকোচ খাদে: নিহত ৮

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

মুকসুদপুরে নৈশকোচ খাদে: নিহত ৮

সংবাদদাতা,গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নৈশকোচ খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছেছে। এ দুর্ঘটনায় আহত আরো ২৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজ রোববার ভোররাত পৌনে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বরইতলায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরো দুজন মারা যান।

প্রাথমিকভাবে নিহত চারজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন বরগুনার হাসান মিয়া (২৫), নাজির গাজী (৩৬), বরিশালের অসীম মাঝি (৩৫) ও দীপন বিশ্বাস (২৮)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জানে আলম জানান, সুগন্ধা পরিবহনের বাসটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বরইতলা এলাকায় নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ছয় যাত্রী নিহত হন।

খবর পেয়ে মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ, ফায়ার সার্ভিসের গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা ও মুকসুদপুরের চারটি টিম হতাহতদের উদ্ধারের কাজে নামে।

আরও পড়ুন  জগন্নাথপুরের সেই নবজাতক এখন সিলেটের ছোটমনি নিবাসে

আহতদের মধ্যে অনেককে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম।

ওসি  জানান, ওই দুর্ঘটনায় আহত দুজন সকালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এই হাসপাতালে আরো ২৯ জন ভর্তি আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ