অগ্রগামী স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

অগ্রগামী স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ
প্রভাতবেলা প্রতিবেদক♦ সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেট – এর  সহকারী শিক্ষক আবু ইউসুফ মো. আব্দুস সাহিদ এর বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। ‘‘ তার বাসায় প্রাইভেট পড়তে যাওয়া কোমলমতি শিক্ষার্থীদের সাথে আব্দুস সাহিদ যৌন নিপীড়ন, অনৈতিক আচরণ করতেন। কোচিংয়ের ফাঁকে টার্গেটকৃত ছাত্রীকে বেডরুমে নিয়ে যেতেন। স্কুলের ক্লাসে পাঠদানকালে তিনি ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত বুলাতেন কৌশলে। টার্গেটকৃত ছাত্রীকে কাছে নিয়ে বসাতেন। বিভিন্ন যৌন উত্তেজক কথা বার্তা বলতেন। ”- অনলাইন গ্রুপে ছদ্মনামে এসব অভিযোগ প্রাক্তন ছাত্রী পরিচয়ে করেছেন অনেকে।

এসব গুরুতর অভিযোগ নিয়ে অগ্রগামী স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইন গ্রুপে অভিযোগ করে আসছেন বেশ ক’দিন থেকে। প্রাক্তন শিক্ষার্থীরা বলছেন ‘‘স্কুলে থাকা অবস্থায় তারা এই শিক্ষকের বিরুদ্ধে কোন কথা বলার সাহস পাননি। তার ইচ্ছেমাফিক কাজ না করলে বা কথা না শুনলে তিনি ক্লাসে হেনস্তা করতেন।’’

আরও পড়ুন  বুধবার রাতে পবিত্র মি’রাজ

 

 

অনলাইন প্লাটফর্ম থেকে হঠাৎ করে বুধবার ২১ আগস্ট আন্দোলন নিয়ে মাঠে নামেন শিক্ষার্থীরা। বুধবার কিছু প্রাক্তন শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করলে দুপুরের দিকে কিছুটা হট্রগোল দেখা দেয়। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ডিডি অফিসে মিছিল নিয়ে যাবার প্রোগ্রাম থাকলেও পরবর্তীতে কিছু ছাত্রী গিয়ে জেলা শিক্ষা অফিসারের কাছে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে এবং ছাত্রীদের দাবীর মুখে লিখিতভাবে বিহিত ব্যবস্থা নেয়ার অঙ্গীকার দেন।

 

 

জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ সাদা কাগজে লিখিত ভাবে বলেন,  শিক্ষক আবু ইউসুফ মো. আব্দুস সাহিদ এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অবহিত হয়েছি। ২ কার্যদিবসের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

 

এদিকে মুঠো ফোনে আবু ইউসুফ মো. আব্দুস সাহিদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, সব ষড়যন্ত্র । কোমলমতি শিক্ষার্থীদের আদর সোহাগ দিয়ে পাঠদান করানোই আমার জন্য ‘কাল’ হয়ে দাড়িয়েছে। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে জোরালো ভূমিকা রেখেছি। এতেই একটি মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।

 

আরও পড়ুন  ইয়াং ভিক্টরকে ৬ উইকেটে হারালো পায়োনিয়ার্স গ্রিন

 

আবু ইউসুফ মো. আব্দুস সাহিদ এর আগে মৌলভীবাজার সরকারী স্কুলের শিক্ষক ছিলেন। তার বাড়ী বড়লেখার কাঠালতলীতে। তিনি এক বনেদী পরিবারের সন্তান।

 

 

এদিকে ভার্চুয়াল জগতে এই শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ আদৌ শিক্ষার্থীদের কি না তা নিয়েও সচেতনমহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। যে স্ট্য্যান্ডার্ডে অনলাইনে লেখা হচ্ছে তা শিক্ষার্থীদের নিজের হাতের বলে মনে করেন না অনেকেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ