অবরোধের শেষ দিনে সিলেটে যুবদলের মিছিল

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

অবরোধের শেষ দিনে সিলেটে যুবদলের মিছিল
৪র্থ দফার টানা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে নগরীতে সড়ক অবরোধ, পিকেটিং ও মিছিল করেছে সিলেট মহানগর যুবদল। সোমবার দুপুরে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে মিছিলটি নগরীর আম্বরখানা থেকে শুরু হয়ে সুবিদবাজার পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

 

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, এমদাদুল হক স্বপন, জি এম বাপ্পী, যুবদল নেতা দুলাল আহমদ, পারভেজ খাঁন জুয়েল, সাহেদ আহমদ, মোঃ বাবলু মিয়া, সাহেল রহমান, এম এ সালাম, রিপন চৌধুরী, ইকবাল হেসেন গেদু, এম এ হাসান, নুর মোহাম্মদ খান তাইফুর, রায়হান উদ্দিন রাজু, মকসুদল করিম ইমন, শাহিন উদ্দিন আহমেদ, মাহফুজুল করিম শিপলু, হোসন আহমদ, কৃষ্ণ ঘোষ, ছবরুল ইসলাম নেপুর, সাইফুল ইসলাম, মুজিবুল হক রাহাত, আবদুল আলিম, হাসান আহমদ রুমেল, সুহেব আহমদ, বলিক হোসেন, আবুল হোসেন, বাবলা আহমদ, রাজু আহমদ, সাদ্দাম হোসেন লিটু, নয়ন আহমদ রিপন, পারভেজ আহমদ, রুবেল আহমদ, ইমরান আলী ও মোঃ সামসুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন  ‘আশা’র’ মাঠকর্মীর প্রতারণা

 

মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেন- ফ্যাসিস্ট সরকারের পতনের আগ পর্যন্ত জনতার সংগ্রাম চলছে চলবে। মামলা হামলা গ্রেফতারের ভয় দেখিয়ে যুবদল নেতাকর্মীদের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে সরানো যাবেনা। বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ