অব্যাহত গণগ্রেপ্তার ও সাবেক ছাত্রনেতা মামুনের বাসায় হামলায় শিবিরের প্রতিবাদ

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪

অব্যাহত গণগ্রেপ্তার ও সাবেক ছাত্রনেতা মামুনের বাসায় হামলায় শিবিরের প্রতিবাদ

সিলেট মহানগরীর সাবেক আইটি ও বিজ্ঞান সম্পাদক মামুন আহমদ এর বাসস্থান এ পুলিশী হামলা ও সিলটসহ সারাদেশে ছাত্রশিবিরসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের সিলেট মহানগরীর সভাপতি শরীফ মাহমুদ বলেন, “দেশের গণতন্ত্র রক্ষা ও অবিচারের বিরুদ্ধে জেগে উঠা মুক্তিকামী জনতাকে দমন করতে সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সারাদেশে গণগ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করতে অবৈধ সরকার চূড়ান্ত অগণতান্ত্রিক আচরণ করছে। যা গত ২৭ অক্টোবর থেকে তীব্র আকার ধারণ করেছে। সিলটসহ সারাদেশে বিভিন্ন জায়গা থেকে ছাত্রশিবিরের ১১৩২ জন নেতাকর্মীসহ বিগত দিনে সারাদেশে প্রায় ৫০০০০ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেককে নির্দিষ্ট সময়ে আদালতে হাজির করা হচ্ছে না। পরিকল্পিতভাবে সারাদেশে জামায়াত-শিবির ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ধরপাকড় চালাচ্ছে সরকার। সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া গণগ্রেপ্তার করে অবৈধ সরকার তার বিকৃত বাকশালী রূপ প্রকাশ করছে। নির্বিচারে মেধাবী ছাত্রদের গ্রেপ্তার করে শিক্ষাজীবন নষ্ট করে দিচ্ছে। শুধু রাজনৈতিক নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও এই গণগ্রেপ্তার ও হয়রানি থেকে রেহাই পাচ্ছে না। সরকার যে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, তা তাদের আচরণে স্পষ্ট ফুটে উঠেছে।” তারই ধারাবাহিকতায় সিলেট মহানগরীর সাবেক শিবির নেতা মামুন আহমদ এর শহরের বাসায় নিয়মিত পুলিশ হামলা চালাচ্ছেন এবং তার পরিবারের সদস্যদের হয়রানীর করছেন , এমনকি তার শ্বশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হয়রানী করছেন । আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নেতৃবৃন্দ বলেন, “ফ্যাসিবাদী সরকার সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার নামে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। গ্রেপ্তারের পরপরই আইনের তোয়াক্কা না করে নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। বিভিন্ন স্থানে নেতাকর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। জনগণের প্রতিবাদ রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ আওয়ামীলীগ যে আজ কতটা দেউলিয়া হয়ে গেছে, তা তাদের কর্মকাণ্ডেই পরিষ্কার হয়ে গেছে। অবিলম্বে এই স্বৈরাচারী আচরণ বন্ধ করতে হবে। গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। অন্যথায় নির্বিচার গণগ্রেপ্তারে অবৈধ সরকারের শেষ রক্ষা হবে না; বরং গণবিস্ফোরণ ঘটবে। যা ফ্যাসিবাদী সরকারের জন্য করুণ পরিণতি বয়ে আনবে।” নেতৃবৃন্দ গণগ্রেপ্তার ও গণহয়রানি বন্ধ করে অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, ছাত্রশিবিরের গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীসহ বিএনপি-জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ