সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৪
রাত পৌনে ৮ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থনার উপ-পরিদর্শক (এস আই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইকরামুল হক।
তিনি জানান, রেহেনার দুটি সন্তান বুকের দুধ পান করত। তবে সব সময় তারা ঠিকঠাক দুধ পেত না। এ নিয়ে মা রেহেনা খাতুন সব সময় মানসিকভাবে অশান্তিতে থাকতেন।
এর আগে নিখোঁজের প্রায় ৪২ ঘণ্টা পরে গত বুধবার বিকেলে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের বুড়িমারা বিল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। বিলটি তার নানাবাড়ি থেকে প্রায় ৬০০ মিটার দূরে (পূর্বদিকে)। গত সোমবার সকালে গৃহিণী রেহেনা খাতুন আড়াই মাস বয়সী একমাত্র ছেলে সন্তান নিয়ে বাবা মোহনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাতে শিশু ইসরাফিল, মা রেহেনা ও নানি রেনু খাতুন দরজা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছিল। রাত ১০টা থেকে শিশুটি নিখোঁজ ছিল বলে দাবি করেছিলেন স্বজনরা। গত মঙ্গলবার সকালে অজ্ঞাত আসামি করে থানায় শিশু চুরির মামলা করেছিল বাবা জিয়াউর রহমান।
তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি শিশুটির বাবা জিয়াউর রহমান। লাশ উদ্ধারের দিন ঘাতকদের বিচার চেয়েছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা রেহেনা খাতুনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেন। এরপর পুলিশ শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠায়। আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দিয়েছেন শিশুটির মা। পরে আরো বিস্তারিত জানানো যাবে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি