সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে স্থানীয় গোয়ালগাও প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৪ সালের ১২ ও ১৩ জানুয়ারি করার সিদ্ধান্তসহ তা বাস্তবায়নের লক্ষ্যে কয়েকটি উপকমিটি গঠন করা হয়।
আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মহি উদ্দিনের সভাপতিত্বে ও আনোয়ারুল ইসলাম আনহারের পরিচালনায় সভায় যেসব উপ-কমিটি গঠন করা হয়, সেগুলো হলো- ম্যাগাজিন প্রকাশনা পর্ষদ, আপ্যায়ন উপ-কমিটি, নিবন্ধন উপ-কমিটি, অর্থ ও বাজেট উপ-কমিটি, প্রচারণা উপ-কমিটি, সাংস্কৃতিক ও সাজসজ্জা উপ-কমিটি, আইন শৃঙ্খলা উপ-কমিটি ও খেলাধুলা উপ-কমিটি।
একই সভায় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি এক হাজার টাকা ও বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়াও অনুষ্ঠান উপলক্ষ্যে প্রকাশিতব্য ম্যাগাজিনের জন্য যারা লেখা দিতে ইচ্ছুক তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন জামাল আহমদ, জসিম উদ্দিন, সাইস্তা মিয়া, মুতলিব মিয়া, রেজওয়ান মিয়া, আমিরুল ইসলাম মাসুম, শাহ মোঃ দিলোয়ার, আব্দুল মুত্তাকিম চৌধুরী মাছুম, নুরমান আহমদ, ছানার আলী ছানোয়ার, গোলাম কিবরিয়া, জয়নাল খান, নাইম আহমদ, আব্দুর রকিব, আতিক মিয়া, আব্দুল হামিদ, সৈয়দ মোকাররম, মোঃ রাসেল, শাহনুর রহমান, জয়নুল ইসলাম প্রমুখ।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি