সিলেট ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
জেনারেল কাসেম সোলাইমানি হত্যার শোক কাটিয়ে উঠতে না উঠতেই নিহত হলেন ইরানের আরেক শীর্ষ কমান্ডার। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বাসিজ ফোর্সের প্রধান ছিলেন।
ইরানি সংবাদমাধ্যম ইরনার বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, আইআরজিসির বাসিজ ফোর্সের কমান্ডার আবদুলহোসেইন মোজাদ্দামি বন্দুক হামলায় নিহত হয়েছেন। বুধবার নিজ বাড়ির সামনেই নিহত হন তিনি।
আইআরজিসির মোট পাঁচটি ফোর্স রয়েছে। এর মধ্যে বাসিজ ফোর্স একটি। ইরানে যে কোনো আন্দোলন দমাতে এই ফোর্স ব্যবহার করা হতো।
জানা গেছে, মুখোশধারী ২ মোটরসাইকেল আরোহী বাসিজ ফোর্সের প্রধান আবদুলহোসেইন মোজাদ্দামিকে গুলি করে। এতে নিহত হন তিনি। হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এর আগে গত ৩ জানুয়ারি আইআরজিসির কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর জবাবে ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে লন্ডভন্ড হয়ে যায় ওই ঘাঁটি।
প্রভাতবেলা/এমএ
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি