উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন

মাঠে ময়দানে ডেস্ক: ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন আহমেদ জায়গা পেয়েছেন। গতবছর ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্সে এই একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। তবে কোন ভারতীয় ক্রিকেটারের দলে জায়গা হয়নি।

গেল বছরে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন টাইগার এই পেসার। ৭ ম্যাচে ২৩ দশমিক ৯ গড়ে ১৪ উইকেট শিকার করেন তাসকিন। এই পেসারের সুইং, স্কিল, ডেথ বোলিং তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

 

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টোয়েন্টি বিশ্বকাপ বসেছিল। ফলে এই ফরম্যাটে তুলনামূলক বেশি খেলা হয়েছে। উইজডেনের ওয়ানডে একাদশে শ্রীলঙ্কার তিন ক্রিকেটার, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন দুইজন, ইংল্যান্ড ও বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন একজন করে জায়গা পেয়েছেন। কিন্তু ভারত ও অস্ট্রেলিয়া থেকে কোন ক্রিকেটার জায়গা পাননি।

 

এই একাদশে সাইম আইয়ুব ও পাথুম নিশাঙ্কা ওপেনিংয়ে দায়িত্ব সামলাবেন। কুশলকে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর অলরাউন্ডার হিসেবে লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, শেরফান রাদারফোর্ডরা আছেন। লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার সাথে আফগানদের নতুন তারকা এ এম গাজানফার রয়েছেন। পেস বোলিংয়ে পাকিস্তানি তারকা শাহীন শাহ আফ্রিদি ও তাসকিন আহমেদ রয়েছেন।

আরও পড়ুন  বাংলার বাঘিনীদের কাছে পাকিস্তানের পরাজয়

 

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এএম গাজানফার, তাসকিন আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ