এবি পার্টিকে নিবন্ধন দিয়ে ইসির প্রজ্ঞাপন, প্রতীক ‘ঈগল’

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

এবি পার্টিকে নিবন্ধন দিয়ে ইসির প্রজ্ঞাপন, প্রতীক ‘ঈগল’
প্রভাতবেলা ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দলটির জন্য ‘ঈগল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫০।

এদিকে এবি পার্টিকে নিবন্ধন দিতে গত সোমবার নির্দেশ দেন হাইকোর্ট। এ–সংক্রান্ত রিট নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রায় দেন। নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে তাদের নিবন্ধন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এবি পার্টির নিবন্ধনের আবেদন খারিজ করে গত বছর নির্বাচন কমিশন চিঠি দেয়। পরে ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী একই বছরের ২৩ আগস্ট রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন আদালত।

আরও পড়ুন  কাল সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন রানা ও যোবায়ের আহমেদ ভূঁইয়া। বর্তমানে ইসির নিবন্ধনে ৪৪টি দল ছিল। এবি পার্টির প্রজ্ঞাপন জারি করায় দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৫।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ