সিলেট ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১
সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে করোনা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল শনিবার (৭ আগস্ট)। এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহ স্থানীয় কাউন্সিলররা বেশ তৎপর হয়ে উঠছেন। আজ শুক্রবার জুমআর নামাজের পূর্বে মসজিদে মসজিদে ঘোষণা দেয়া হয়েছে সবাইকে টিকা দান করার। ♦ প্রভাতবেলা প্রতিবেদক ♦
এসসিসিরি ২২ নং ওয়ার্ডে ভ্যাকসিন ক্যাম্পেইন বাস্তবায়নে তৎপর রয়েছেন স্থানীয় কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম। ইতোমধ্যে তিনি তার ফেসবুক আইডিতে টিকাদানের সূচী ও কেন্দ্রের নাম জানান দিয়েছেন। স্থানীয় নাগরিক ও মুরব্বীদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ অব্যাহত রেখেছেন। টিকাদান কার্যক্রম সফল করতে স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবকদেরও কাজে লাগাচ্ছেন সালেহ আহমদ সেলিম।
এডভোকেট সালেহ আহমদ সেলিম প্রভাতবেলা’কে জানান, শাহজালাল উপশহরের বি ব্লক উচ্চ বিদ্যালয়, ডি ব্লক উচ্চ বিদ্যালয় ও আই ব্লক একাডেমিতে করোনা ভ্যাকসিন দেয়া হবে। ৭ আগস্ট শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। টিকাদানে ইচ্ছুক ব্যক্তিকে তাঁর জাতীয় পরিচয় পত্রের দুইটি ফটোকপি ও নিজ মোবাইল সঙ্গে নিয়ে যেতে হবে।
শনিবার ৪০ উর্ধ বয়স্কদের টিকা দেয়া হবে বলে জানান কাউন্সিলর সেলিম। তিনি শৃংখলা ও স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন গ্রহণেরর জন্য নাগরিকদের প্রতি আহবান জানান।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম সকালে এক সংবাদ সম্মেলনে জানান, ৭ থেকে ৯ আগস্ট সিটি কর্পোরেশন এলাকায় ভ্যাকসিনেশন কার্যক্রম চালু থাকবে। ৮-৯ আগস্ট দুর্গম, প্রত্যন্ত অঞ্চলে কোভিড ১৯ এর টিকাদান কার্যক্রম চালু হবে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি