সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১
সব রোগেরই কমবেশি চিকিৎসা আছে। তবে কিছু কিছু রোগের নাম শুনলে আতঙ্ক এসে ভর করে। ক্যান্সার তেমনি এক রোগ যার চিকিৎসা ব্যবস্থা হাতের নাগালে এলেও আতঙ্কটা মোটেও কমেনি। চিকিৎসা ব্যবস্থার উন্নতির সাথে সাথে ক্যান্সার আক্রান্তরা অসুস্থ হয়েও অনেকটা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। এর মূল কারণ হচ্ছে, ক্যান্সার নিয়ে অতিরিক্ত নেতিবাচক চিন্তাধারার অবকাশ এখন আর নেই।
তাই ক্যান্সার নিয়ে আতঙ্ক নয় বরং আমাদের এই রোগটি সম্পর্কে আরো বেশি সচেতন হওয়া উচিত। প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসায় অনেক সুবিধা হয়। রোগ লক্ষণের দেখা দিলেই একটুও দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। তবেই রোগটির সঙ্গে সহজে লড়াই করা সম্ভব। তাহলে জেনে নেওয়া যাক ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কী কী
প্রথমেই চিকিৎসা
ক্যান্সার চিকিৎসার প্রথম শর্তই হল দ্রুত রোগ চিহ্নিতকরণ। লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হলে ঠিক সময়ে রোগ নির্ণয়ের পরীক্ষা করা যায়। ক্যান্সার রয়েছে কিনা নিশ্চিত করে বুঝতে বায়োপ্সি পরীক্ষা করা হয়। এছাড়াও প্রয়োজন মতো সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান ইত্যাদি টেস্ট করতে হতে পারে।
মনে রাখা প্রয়োজন
তবে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, লক্ষণগুলো দেখা দেওয়া মানেই ক্যান্সারই হয়েছে তেমনটা ভাবার কোনো কারণ নেই। এই উপসর্গ থেকে অন্য রোগও হওয়া সম্ভব। তবে ক্যান্সার আছে, না নেই সেটা জানতে যতো দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
যা যা করণীয়
অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কেন দ্রুততার সঙ্গে ক্যান্সার নির্ণয় করা অত্যন্ত জরুরি, আসলে ক্যান্সার রোগটিকে এক, দুই, তিন, চার-এই চারটি পর্যায়ে ভাগ করা যায়। এক ও দুই হল অসুখের প্রাথমিক পর্যায় বা আর্লি স্টেজ। তিন ও চার হলো রোগের গড়িয়ে যাওয়া পর্যায় বা অ্যাডভান্স স্টেজ। চিকিৎসার দৃষ্টিকোণ থেকে দেখলে, বর্তমানে প্রাথমিক স্তরে রোগ ধরা পড়লে বেশিরভাগ ক্যান্সারেরই চিকিৎসা করতে অনেক সুবিধে হয়। এই পর্যায়ে চিকিৎসার খরচও অনেকটা কম। রোগ হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও এই পর্যায়ের রোগীরই সব থেকে বেশি থাকে। অপরদিকে অ্যাডভান্স স্টেজে চিকিৎসা অনেক জটিল। বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা হয় দীর্ঘকালীন। চিকিৎসার খরচও এই পর্যায়ে অনেক বেশি হয়। তাই দ্রুত রোগ নির্ণয় করাটাই হলো বুদ্ধিমানের কাজ।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি