গুলশানে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৪

গুলশানে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত
প্রভাতবেলা ডেস্ক: রাজধানীর গুলশানে পুলিশের এলোপাতাড়ি গুলিতে পুলিশেরই এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশানে ঢাকাস্থ ফিলিস্তিনি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত কনস্টেবলের নাম মো. মনিরুল। তাকে গুলি করেন কনস্টেবল কাউসার আহমেদ। সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে।

ওসি আরো বলেন, এ ঘটনায় পথচারী জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। তার গায়ে তিনটি গুলি লেগেছে।

এ বিষয়ে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, ‌গুলশান কূটনৈতিক এলাকায় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সেখানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটিসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ