সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫
প্রভাতবেলা ডেস্ক: চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহর অশেষ রহমতে জনগণের আদরের নেত্রী খালেদা জিয়া আগামী সাতই জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সে কারণে স্থায়ী কমিটির সদস্যরা তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে এসেছি, আল্লাহ যেন তাকে সুস্থ্য করে দেশের মানুষের মাঝে ফিরিয়ে আনে। সংগ্রামে যেন নেতৃত্ব দেন। আল্লাহর কাছে সেই দোয়া করি আমরা”।
এসময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন বিএনপি মহাসচিব।
তিনি জানান, দেশ ও জনগণের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।
এর আগে রাত ৮টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের বাসা ফিরোজায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় ঘণ্টাখানেক পর দলের চেয়ারপারসনের বাসা থেকে বের হন তারা।
এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে বহু বছর ধরে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চিকিৎসকদের সুপারিশ ও পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও সরকার অনুমতি দেয়নি। তবে পাঁচই অগাস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার এই সিদ্ধান্ত নিলেন বিএনপি চেয়ারপারসন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি