ঝালকাঠিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ১৪

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪

ঝালকাঠিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ১৪
প্রভাতবেলা ডেস্ক: ঝালকাঠির সদর উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি অটোরিকশা ও একটি মাইক্রোবাসকে চাপা দিলে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

আজ বুধবার দুপুরে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি জেলার গাবখান সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আজ দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই ছয়জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ছয়জন মারা গেছেন।

তবে, ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত দুইজন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শেবাচিমের চিকিৎসক ডা. সাইফুল ইসলামও বিষয়টি নিশ্চিত করে জানান, আহত দুইজন সেখানে মারা গেছেন এবং আরও নয়জন আহত হয়ে চিকিৎসাধীন।

আরও পড়ুন  সিলেটে করোনায় ব্যবসায়ী ও বিএনপি নেতার মৃত্যু

তবে, ঝালকাঠির এসপি জানান, তাদের কাছে ১২ জন নিহত হওয়ার খবর আছে। বরিশালে দুইজন মারা যাওয়ার তথ্য এখনো তারা পাননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ