সিলেট ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুন ১, ২০২৪
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মোদাব্বির হোসাইন এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার ১ জুন বেলা ২ টায় সিলাম ঈদগাহে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের মামাত ভাই মাওলানা জালাল উদ্দীন আহমদ। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে মোদাব্বির হোসাইন এর বয়স ছিল ৮০ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, ৩ ভাই, ৩ বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন ।
শুক্রবারে দুপুরে তিনি অসুস্থতা বোধ করলে তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর অবস্থা ঝুঁকিপূর্ণ জানালে তাৎক্ষণিক ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার দিবাগত রাত পৌনে ৩ টায় পরপারে পাড়ি জমান সমাজ হিতৈষী এ ব্যক্তি।
বাংলাদেশের ইতিহাসে অনন্য এই ব্যক্তিত্বের সংরক্ষণে রয়েছে বিগত প্রায় অর্ধ শতাব্দীর সংবাদপত্র। সিলেটে আসা সবকটি জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক সহ বিভিন্ন সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক ম্যাগাজিন তিনি পড়তেন এবং সংরক্ষণে রাখতেন।
সিলাম শেখপাড়া নিবাসি, দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরব্বি-বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব, সিলেট দলিল লেখক সমিতির সাবেক সভাপতি, সিলাম চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, মুক্তাদির একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিলাম জামেয়া ক্বোরআনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি, সিলাম শাহী ইদগাহ পরিচালনা কমিটির সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংস্থার দায়িত্ব বেশ সুনামের সাথে পালন করেছেন ।
মরহুমের জানাযায় স্থানীয় সংসদ সদস্য, দলিল লেখক সীমিত নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি