দোয়ারাবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদের ইন্তেকাল

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

দোয়ারাবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদের ইন্তেকাল

প্রতিনিধি, দোয়ারাবাজার : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ (৭২) সোমবার সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জীবদ্দশায় মসজিদ, স্কুল-মাদ্রাসা প্রতিষ্ঠাসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে ছিল তার বিশেষ অবদান।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী, দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকাল ১১টায় নিজ বাড়িতে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন  ভাষাসৈনিক অধ্যাপক মোস্তাক আহমদ আর নেই
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ