সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫
নায়িকা নিপুনকে অফলোড♦️বিমানবন্দর থেকে ফেরত
প্রভাতবেলা প্রতিবেদক ◊ বিতর্কিত চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে যুক্তরাজ্য যেতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রাকালে নিপুণকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফেরত পাঠানো হয়।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন নিপুণ। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তার লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।’
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, এনএসআইয়ের আপত্তির পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি