নাহিদ-রাহুলের নৈপূণ্যে জালালাবাদকে উড়িয়ে দিয়েছে ইলেভেন স্টার্স!

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪

নাহিদ-রাহুলের নৈপূণ্যে জালালাবাদকে উড়িয়ে দিয়েছে ইলেভেন স্টার্স!

 

তানজীল শাহরিয়ার

 

ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ৩০তম ম্যাচে জালালাবাদ ক্লাবকে ৩৪ রানের ব্যবধানে পরাজিত করেছে ইলেভেন স্টার্স ক্লাব।

 

রাতে বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায় ম্যাচ বিলম্বে শুরু হয়। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে প্রতি ইনিংস ২০ অভার হবে সিদ্ধান্ত গ্রহন করা হয়। টসে জয়লাভ করে ইলেভেন স্টার্স প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

 

১৪ রানে ১ম উইকেট হারালেও টপ-মিডল অর্ডারের ব্যাটাররা রানের চাকা সচল রাখেন। অপেনার নাহিদের অর্ধশতকের ওপর ভর করেই রান তোলার গতি ধরে রাখে ইলেভেন স্টার্স। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও এক প্রান্তে নাহিদের দায়িত্বশীল ব্যাটিং দলকে ভালো সংগ্রহ এনে দেয়।

 

নির্ধারিত ২০ অভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে ইলেভেন স্টার্স।

 

নাহিদ ইনিংসের দুই বল বাকি থাকতে ৫৪ বল খেলে ৫০ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। তার ইনিংসে ছিলো ২টি চারের মার। কাওসার ১৩, এনাম ১২, পারভেজ ১২, মামুন ১০ রান করেন।

আরও পড়ুন  তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে লিডের আশায় বাংলাদেশ

 

জালালাবাদের রেদওয়ান এবং রিহাক ২টি করে উইকেট তুলে নেন। জহির, আল-আমিন, মাহবুব উইকেট পেয়েছেন ১টি করে।

 

১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি জালালাবাদ। শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়েছে দলটি। রান তোলার গতিও ছিলো প্রয়োজনের তুলনায় ধীর! কোনো ব্যাটারই উইকেটে থিতু হতে পারেননি।

 

পুরো ২০ অভার খেলে ৯ উইকেট খুইয়ে ৯২ রানের বেশি তুলতে পারেনি জালালাবাদ।

 

বেশ কয়েকজন ব্যাটার উইকেটে সেট হয়েও ইনিংসকে বড়ো করতে পারেননি। রায়হান ২৩, সামাদ ১৮ (অপরাজিত), ফাহিম ১৩, ইমন ১১ রান করেছেন।

 

ইলেভেন স্টার্সের রাহুল মাত্র ৪ অভার বল করে ১৪ রান দিয়ে অর্ধডজন উইকেট শিকার করেছেন। মামুন, হিরা, পারভেজ ১টি করে উইকেট লাভ করেছেন।

 

দুর্দান্ত বোলিং নৈপূণ্য দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করেছেন ইলেভেন স্টার্স ক্লাবের রাহুল।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ