সিলেট ২৭শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১
আনন্দ ঝর্ণা ডেস্ক:
তরুণ দুই মডেল ও অভিনয়শিল্পী নিয়ে সম্প্রতি ঢাকার অদূরে বিরুলিয়া গোলাপ গ্রাম ও তুরাগ নদীর পাড়ে নির্মিত হলো মিউজিক ভিডিও ‘ভুইলা গেলি কেমন করে’।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রানা সিদ্দিক। গানটির কথা লিখেছেন, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব চৌধুরী।
মিউজিক ভিডিওটি নিয়ে শিল্পী মেহেদী হাসান বলেন, ‘অনেক দিন আগেই গানটিতে ভয়েস দিয়েছিলাম। এর আগেও আমার বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আগের গানগুলো তুলনায় এই ভিডিওটি নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
গ্রামীণ পটভূমির গল্প নির্ভর মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন নীল মিত্র ও পাপিয়া। মিউজিক ভিডিওটিতে ডিওপি হিসেবে কাজ করেছেন সোহাগ শাহরিয়ার। ড্রোন পরিচালনায় ছিলেন আবির।
বৈশাখী এন্টারটেইনমেন্ট’র ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি খুব শিগরিই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে।
মিউজিক ভিডিও সম্পর্কে মডেল ও অভিনেতা নীল মিত্র বলেন, ‘গোলাপ গ্রামের মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির চিত্রধারণ করা হয়েছে। খুব মিষ্টি কথার গানে হৃদয় ছুঁয়ে যাবে সবার আশা করি’।
মডেল পাপিয়া জানান, নিখুঁত একটি কাজ। খুব উপভোগ করেছি। আশা করছি দরর্শক শ্রোতারাও উপভোগ করবেন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি