সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৪
২০০১ থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে কখনোই জয়ের দেখা পায়নি বাংলাদেশ । রাওয়ালপিন্ডিতে ভাঙল অচলায়তন। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো পেল জয়ের দেখা। বাংলাদেশ টেস্টে প্রথমবারের মতো ১০ উইকেটে জয়ের দেখাও পেল আজ।
১ উইকেটে ২৩ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। খেলা শুরুর দ্বিতীয় ওভারেই উইকেট হারায় স্বাগতিকেরা। উইকেট হারানোর পতনের ধারা পাকিস্তান আর ঠেকাতে পারেনি। মোহাম্মদ রিজওয়ানের ৫১ রানের প্রতিরোধও বাংলাদেশের বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়নি। দুই অভিজ্ঞ স্পিনার সাকিব–মিরাজের ভেলকিতে পাকিস্তান দ্বিতীয় ইনিংস থেমে যায় ১৪৬ রানেই। মিরাজ নেন ৪ উইকেট, সাকিবের উইকেট ৩ টি।
শেষ দিনে বাংলাদেশের বোলাররা ছড়ি ঘোরালেও এই ম্যাচের নায়ক আসলে মুশফিকুর রহিম, যাঁর ১৯১ রানের দ্যুতিময় ইনিংস পাকিস্তানে বাংলাদেশকে এনে দিয়েছে ঐতিহাসিক এক জয়। আর তাতেই ২ ম্যাচের টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ—বিদেশের মাঠে টেস্টে এমন স্কোরলাইন যে হরহামেশা করতে পারে না। বিদেশের মাঠে এ দিয়ে মাত্র ৭ম টেস্ট জিতল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ (ডিক্লে) ( রিজওয়ান ১৭১*, শাকিল ১৪১; হাসান ২/৭০, শরীফুল ২/৭৭)
বাংলাদেশ ১ম ইনিংস: ৫৬৫ (লিড ১১৭) ( মুশফিক ১৯১, সাদমান ৯৩; নাসিম ৩/৯৩, শাহিন ২/৮৮)
পাকিস্তান ২য় ইনিংস: ১৪৬ (লিড ২৯) (রিজওয়ান ৫১, আব্দুল্লাহ ৩৭; মিরাজ ৪/২১, সাকিব ৩/৪৪)
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৩০) ৬.৩ ওভারে ৩০/০ (জাকির ১৫ *, সাদমান ৯ *)
ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি