সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩
রোববার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে হরতাল সমর্থনে বিএনপির নেতাকর্মীরা আরপিনগর এলাকা থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এসে পিকেটিং করার জন্য অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ বিপুল পরিমাণ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ শুরু হলে আরপিনগর ও জামতলা এলাকায় বিএনপি সমর্থকরা ছড়িয়ে পড়েন। দুই এলাকা থেকে প্রায় ঘণ্টাব্যাপী পুলিশের সঙ্গে সংঘর্ষ চালায় বিএনপি সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ শতাধিক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, কত রাউন্ড টিয়ারশেল গ্যাস ছোড়া হয়েছে পরে বলতে পারব। এখনও পুলিশ অভিযানে আছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল দাবি করেন, পুলিশের হামলায় বিএনপির ৭/৮ নেতাকর্মী আহত হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস জানান, মিছিলকারীদের ইটপাটকেল নিক্ষেপে পাঁচ পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি