ফাতিমা সানা’র মতে যৌনতা কাজ পাওয়ার একটা উপায়

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

ফাতিমা সানা’র মতে যৌনতা কাজ পাওয়ার একটা উপায়

আনন্দঝর্ণা ডেস্ক♦ ফাতিমা সানা শেখ। বলিউড অভিনেত্রী। ফিল্ম ইন্ডাস্ট্রি তে কাজ পাওয়া প্রসংগে চাঞ্চল্যকর কথা বলেছেন । এই অভিনেত্রী বলেন, যৌনতা কাজ পাওয়ার একটা উপায়। আমি অনেক কাজ হারিয়েছে, সেই কাজ অন্যরা পেয়েছেন, সেটা যেকোনো কারণেই হোক। তবে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এটা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও একইভাবে রয়েছে। আর এটা খুবই সত্যি কথা।

 

 

 

বলিউডে যৌনতার বিনিময়ে কাজ পাওয়ার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি খোলাসা করেন। সানা শেখ আরো বলেছেন, ৩ বছর বয়সে আমাকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। তারপর থেকে লড়াই চলছে।

 

 

 

দঙ্গল অভিনেত্রী বলেন, আমাকে অনেকে বলেছেন, তুমি দীপিকা, ঐশ্বরিয়াদের মতো সুন্দর না। তুমি কীভাবে নায়িকা হবে? সৌন্দর্যের মাপকাঠি হয়তো এটাই, আমি ওই তালিকায় পড়ি না। তবে আমার মতো সাধারণ দেখতে মেয়েদের নিয়েও সিনেমা হচ্ছে। তাই আমারও সুযোগ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ