বন্দীশালার নিজ কক্ষ নিজেই পরিস্কার করলেন প্রিয়াঙ্কা গান্ধী

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১

বন্দীশালার নিজ কক্ষ নিজেই পরিস্কার করলেন প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর আটক নিয়ে এখন ভারতীয় রাজনীতিতে তোলপাড়। সোমবার (৪ অক্টোবর) সকালে তাকে আটক করেছে উত্তর প্রদেশ পুলিশ। রাজ্যের লখিমপুর খিরিতে চার কৃষককে ‘হত্যা’র প্রতিবাদে এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে যাচ্ছিলেন তিনিসহ দলের অন্য নেতারা। এ সময় এই নেত্রীকে আটক করেছে রাজ্য পুলিশ। এনডিটিভি

 

 

 

এদিকে, এনডিটিভির খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত সীতাপুরের একটি গেস্ট হাউজে প্রিয়াঙ্কা গান্ধীকে আটকে রাখা হয়েছে।

 

https://youtu.be/9qYi6P_lYx4?t=70

প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রাদেশিক অস্ত্র কনস্টেবুলারির গেস্ট হাউজে রুম পরিষ্কার করছেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই রুমেই তিনি এখন আটক আছেন। তার দলের এক সদস্য বলেন, ‘যে ঘরে তাকে (প্রিয়াঙ্কা গান্ধী) রাখা হয়েছে তা নোংরা ছিল, সে নিজেই রুমটি পরিষ্কার করেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ