বাফেলো হসপিটালে মায়ন মিয়ার ইন্তেকাল|| সম্পাদকের শোক

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৩

বাফেলো হসপিটালে মায়ন মিয়ার ইন্তেকাল|| সম্পাদকের শোক
না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট ব্যবসায়ী সজ্জন ব্যক্তিত্ব মালিকুর রহমান মায়ন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৬ বছন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে নিউইয়র্কের বাফেলো ইসিএমসি হসপিটালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানিয়েছেন মিশিগান থেকে প্রভাতবেলা’র নিজস্ব প্রতিনিধি আবুল হোসেন রুলু।
বড়লেখা পঞ্চায়েত ইউনিটির বাফেলোর অন্যতম সদস্য ছিলেন  মালিকুর রহমান মায়ন। ম
এছাড়া বড়লেখা বাজার বণিক সমিতির  সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন মায়ন মিয়া। তার গ্রামের বাড়ী বড়লেখা সদরের গাজীটেকা গ্রামে।
তাঁর ছোট ভাই মুজিবুর রহমান খসরু বড়লেখা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক।
বড়লেখার সম্ভ্রান্ত পরিবারের সজ্জন ব্যক্তিত্ব মালিকুর রহমান মায়ন মিয়ার ইন্তেকালে প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবোরের প্রতি গভীর সমবেদনা জানান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ