সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪
প্রভাতবেলা প্রতিবেদক: ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তবে দেশের অন্য স্থানে তার বিরুদ্ধ দায়ের হওয়া মামলায় জামিন না হওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হবে তাকে।
মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে জামিন দেন।
সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৪ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন তিনি। পরদিন আদালতে তোলার সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলার শিকার হন। আদালত তাকে কারাগারে পাঠালে সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শরীরে অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে ওঠলে তাকে মঙ্গলবার সকালে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য সিলেটের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কানাইঘাট আদালতে আনা হয়।
সিলেটের কোর্ট ইন্সপেক্টর জামসেদ আলম জানান, ৫৪ ধারায় গ্রেফতার বিচারপতি শামসুদ্দিন মানিককে ভারতে অনুপ্রবেশ চেষ্টার মামলায় জামিন দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। তাকে অন্যান্য মামলার কারণে সিলেট কারাগার থেকে ঢাকায় পাঠানো হবে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি