সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৪
তানজীল শাহরিয়ার :
মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র ৩১তম ম্যাচে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রকে ১৮৪ রানে হারিয়ে টানা ৭ম জয় তুলে নিয়েছে ঐতিহ্যবাহী জিমখানা ক্লাব।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিমখানা ক্লাব, মাত্র ২০ রানে জিমখানার দুই অপেনার সাজঘরে ফেরত যান। ৩য় উইকেটের পতন ঘটে ৪৯ রানে। টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে খানিকটা বেকায়দায় পড়ে জিমখানা।
মেহদি, গালিব, শরিফুলের ব্যাটে ভর করে বড়ো সংগ্রহের দিকে অগ্রসর হয় জিমখানা।
মেহদি মাত্র ৮৩ বলে ৯৮ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন। ৫৪ বলে ৫০ করলেও পরের ২৯ বলেই তুলেছেন ৪৮ রান। দুই রানের জন্যে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন এই হার্ড হিটার।
গালিব এবং শরিফুল ৩৫ রান করে করেছেন। শরিফুল ৪৮ বল খেললেও গালিব খেলেছেন ৩০ বল।
৪৬.৪ অভারে সব উইকেট হারিয়ে ২৭০ রান তুলে ইনিংস শেষ করে জিমখানা।
বীর বিক্রমের হাম্মাদ (৩/৩২), সাব্বির (৩/৩৫), অমিত (৩/৩৫) ৯ উইকেট সমান ভাগে ভাগ করে নিয়েছেন। অন্য উইকেটটি পেয়েছেন নওরোজ।
কামরুলের অফ স্পিনে ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে বীর বিক্রম। ৩৫ রানেই তাদের ৪ ব্যাটার সাজঘরে ফেরত আসেন। এই ৪ জনের তিনজনই কামরুলের শিকার।
শুরুর এই বিপর্যয় থেকে আর বেরুতে পারেনি বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের ব্যাটাররা।
আগের ম্যাচে ৫ উইকেট পাওয়া লেগ স্পিনার জামিল দ্রুত দুই উইকেট তুলে নিলে খাদে পড়ে যায় বীর বিক্রম। ২৫.১ অভারে বীর বিক্রমের স্কোর দাঁড়ায় ৫৬/৭!
অনিয়মিত বোলার গালিবও বল হাতে প্রতিপক্ষকে বেশ ভালোই ভুগিয়েছেন। বীর বিক্রমের সর্বোচ্চ স্কোরার মাসুমকে ফেরানোর পর, লেজের দিকে ৩ ব্যাটারকে ফিরিয়ে দিয়ে ম্যাচের যবিনিকাপাত ঘটান দ্রুত।
৩১.৫ অভারে সব উইকেট খুইয়ে সাকল্যে ৮৬ রান তুলেছে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র।
মাসুম ২৫, নওরোজ ১৭ রান করেন। বীর বিক্রমের বাকি ৯ ব্যাটারের কেউই দুই অঙ্কের দেখা পাননি।
জিমখানার কামরুল ১০ অভার বল করে ৬টি মেডেনসহ ১২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন। গালিব মাত্র ৫.৫ অভার বল করে ১৬ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন। জামিল ১৬ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জিমখানার মেহদি মাহবুব।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি