সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে গড়াবে দুই দলের ব্যাট বলের লড়াই।
ফেভারিট হিসাব বাইরে রাখলেও এই টুর্নামেন্টের সেরা দল চোখ বন্ধ করে ভারত। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠের দর্শকদের সামনে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জেতার চাইতে ভালো কিছু হতেই পারে না। রোহিত শর্মার দলও আছে বেশ ভালো ছন্দে।
এতটা অপ্রতিরোধ্য ভারতের সামনে ফাইনালে এবার অস্ট্রেলিয়া। বিশ্বকাপ বা আইসিসির ইভেন্টে অস্ট্রেলিয়া বাকি সব দলের জন্য জমের নাম। পাঁচ-পাঁচটি বিশ্বকাপ জিতেছে তারা, চাট্টিখানি কথা নাকি? বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়া মানেই ফেভারিট, অস্ট্রেলিয়া মানেই যেন চ্যাম্পিয়ন দল। নিজেদের ভেতরে থাকা সেই চ্যাম্পিয়নের বারুদটা এবারের বিশ্বকাপে কিছুটা হলেও দেখাতে পেরেছেন অজিরা।
তবে এতকিছুর পরও বিশ্বকাপে অজিদের পারফরম্যান্সটা ঠিক ‘অজিসুলভ’ নয়। ম্যাচগুলোয় জয় আসলেও পোড়াতে হয়েছে বহু কাঠখড়। ওপেনিংয়ে পরে যোগ দেওয়া ট্রাভিস হেড আছেন দারুণ ছন্দে। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শরা দলের প্রয়োজনের সময়ে জ্বলে উঠেছেন মাঝে মাঝে। সবচেয়ে বেশি আগুনে ফর্মে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪০ বলে সেঞ্চুরির সাথে সাথে আফগানিস্তানের বিপক্ষে ২০১ রানের সেই মহাকাব্যিক ইনিংসটির কথা সবারই মনে থাকার কথা।
বিশ্বকাপে নিজেদের চিরাচরিত প্রতিপক্ষকে গুঁড়িয়ে দুমড়ে-মুচড়ে দেওয়ার সেই মানসিকতাটা এখন খুব প্রয়োজন অস্ট্রেলিয়ার। ফাইনালের আগে এটাই যে অজিদের বড় শক্তি। যার কার্যকর প্রয়োগেই খুলতে পারে ‘হেক্সা’ অর্থাৎ ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার দরজা।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি