মামুনুল হকের শ্বশুর আটক, আনা হচ্ছে ঢাকায়

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

মামুনুল হকের শ্বশুর আটক, আনা হচ্ছে ঢাকায়

প্রভাতবেলা ডেস্ক:

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের শ্বশুর অর্থাৎ দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা মো. ওলিয়ার রহমানকে জিজ্ঞাবাসাদের জন্য ঢাকায় নেয়া হচ্ছে। রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

 

এ তথ্য নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান। এর আগে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আলফাডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়। পরে আটকের বিষয়টি জানানো হয়।

মো. ওলিয়ার রহমান আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের বাসিন্দা। জান্নাত আরা ঝর্ণা তার মেঝো মেয়ে।

 

জান্নাত আরা ঝর্ণার মা শিরিনা বেগম বলেন, রাতে ওসি সাহেব এসে আমার স্বামীকে নিয়ে গেছেন। প্রথমে তিনি জিজ্ঞাসাবাদের কথা জানালেও আজ বলেছেন আটকের কথা।

 

আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ডিএমপির ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার বেলা পৌনে ১২টার দিকে ওই টিম ওলিয়ার রহমানকে নিয়ে ঢাকায় রওনা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ