সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২২
মৌলভীবাজারে চাঞ্চল্যকর সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, শ্রীমঙ্গল ক্যাম্প মৌলভীবাজার সদর এবং শ্রীমঙ্গল থানা এলাকা থেকে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে গুরুতর আহত ঘটনায় চাঞ্চল্যকর হত্যা চেষ্টার মামলার এজাহারনামীয় ০২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। প্রভাতবেলা ডেস্ক♦
এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১৩ আগষ্ট শনিবার দুপুর অনুমান দেড়টার দিকে সাংবাদিক আব্দুল বাছিদ খাঁন ( জেলা প্রতিনিধি দৈনিক খবরপত্র, দৈনিক নতুন দিন, নগর টিভি) চা বাগানের শ্রমিকদের মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ থেকে সংবাদ সংগ্রহ করে মোটর সাইকেল যোগে কমলগঞ্জের দিকে ফিরছিলেন।
ভিকটিম কমলগঞ্জ থানাধীন ০৩নং মুন্সিবাজার ইউপিস্থ ধাতাইলগাঁও গ্রামস্থ উবাহাটা নামক স্থানে পৌছালে দুস্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের মোটর সাইকেলের গতিরোধ করে ধারালো চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এই ঘটনায় ভিকটিমের চাচা আব্দুল খালিক বাদী হয়ে এজাহারনামীয় ০৬ জন সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় গত ১৫ আগষ্টএকটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যপক আলোচনার ঝড় তুলে। এর পরিপ্রেক্ষিতে আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল ২১ আগষ্ট মৌলভীবাজার সদর এবং শ্রীমঙ্গল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় ০২ জন পলাতক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মৃত সুন্দর মিয়ার ছেলে মোঃ কাউছার মিয়া(২৫) ও একই এলাকার সাজিদ মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া(২৮)।
উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামী নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি