সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
আজ সোমবার ভোর ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের যাত্রীছাউনির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বাসের সুপারভাইজার জাকির হোসেন সুমনকে (৪০) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জুবায়ের পাবনা সদর উপজেলার গাছপাড়া খাঁপাড়া গ্রামের জাহিদুর রহমানের ছেলে। আহত সুপারভাইজার সুমন পাবনা সদর উপজেলার বড় দিকশাইল গ্রামের মীর আবু আহমেদের ছেলে এবং আটক যুবক পাবনা পৌর সদরের আরিফপুর মহল্লার জিয়াউর রহমানের ছেলে।
আহত সুপারভাইজার সুমন জানান, ঢাকা-পাবনা রুটে চলাচলকারী মাছরাঙ্গা পরিবহনের বাসটি রোববার রাত ১২টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ছাড়ে। বাসটি চান্দুরা এলাকায় থামিয়ে যাত্রী তোলার সময় ওই যাত্রী মারুফ হোসেন শুভ যাত্রী তুলতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে যাত্রী শুভ সুপারভাইজারের হাতে থাপ্পড় মারেন। এ সময় সেখানকার বাসশ্রমিকেরা ওই যাত্রীকে চড়-থাপ্পড় দেন। তখন যাত্রী শুভ বাসের সুপারভাইজারকে পাবনা গেলে দেখে নেবে বলে হুমকি দেন।
সুমন আরও বলেন, ‘বাসটি ভোর ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে পৌঁছালে শুভ চাকু বের করে সুপারভাইজার ও সহযোগী জুবায়েরের ওপর হামলা করেন। এ সময় তাঁর ছুরিকাঘাতে জুবায়ের ও সুপারভাইজার আহত হন। তাঁদের চিৎকারে বাসের অন্য শ্রমিকেরা শুভকে আটক করেন এবং আহত দুজনকে পাবনা জেলার হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও অভিযুক্তকে একটি চাকুসহ গ্রেপ্তার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি