রাজনগরের জামায়াত নেতা দেওয়ান কালাম এর ইন্তেকাল

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, মে ৫, ২০২২

রাজনগরের জামায়াত নেতা দেওয়ান কালাম এর ইন্তেকাল
রাজনগর উপজেলা জামায়াতের  সাবেক আমীর দেওয়ান মিসবাউল মজিদ কালাম এর দাফন সম্পন্ন। বৃহস্পতিবার ৫ মে বাদ আসর রাজনগরস্থ ঘড়গাও,বালিদীঘির পাড়, দেওয়ান বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে  দাফন করা হয়। প্রভাতবেলা প্রতিবেদক♦
বৃহস্পতিবার সকালে তাঁর হার্ট এট্যাক হয়। সকাল সাড়ে ১০ টার দিকে হাসপাতালে নেয়ার পর তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি দৈনিক সিলেটের ডাক এর সাবেক ব্যবস্থাপক দেওয়ান তৌফিক মজিদ(লায়েক) এর বড় ভাই ।
আরো পড়ুন:

শায়খুল হাদিস আল্লামা আবদুল হক (রাহঃ) এর দাফন সম্পন্ন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ