রুপালী ব্যাংক: নেই মাস্ক, নেই স্বাস্থ্যবিধি

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১

রুপালী ব্যাংক: নেই মাস্ক, নেই স্বাস্থ্যবিধি

রুপালী ব্যাংক: নেই মাস্ক, নেই স্বাস্থ্যবিধি।

জুনেদ আহমদ রুনু♦ চলছে কঠোর লকডাউন। নগরীর রাস্তায় সড়কে পা ফেলা যাচ্ছেনা। র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী। আরো আছে ম্যাজিস্টেট. মোবাইল কোর্ট। জরিমানা, গ্রেফতার আতংক অনেকটা করোনার মত। গাড়ী মালিক- ড্রাইভারদের আতংক রেকার, জরিমানা আর ভোগান্তি। এই যখন নগরজীবন তখন মফস্বল শহরে ঘটছে কি?

ছবি এন্ড ভিডিওচিত্র টি ছাতকের দোলার বাজার রূপালী ব্যাংকের। গত থেকে ০৮ জুন সকালে  ব্যাংকের দৃশ্য। দেওয়ালে টানানো আছে , “নো মাস্ক নো সার্ভিস”  অথচ গ্রাহকদের মুখে মাস্ক থাকলেও ব্যাংক কর্মকর্তা কর্মচারিদের মাঝে মাস্ক নেই।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, কেন মাস্ক ব্যবহার করবে না সরকারি বিধি নিষেধ কেনো মানবেনা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

https://www.facebook.com

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ