সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩
গতকাল ৯ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় “ইন্টারন্যাশনাল ডে অব একশন ফর ক্লাইমেট জাস্টিস’ পালন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল জলারবন সংলগ্ন নৌকাঘাটে ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুরমা রিভার ওয়াটারকিপার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
প্রফেসর ডঃ মোহাম্মদ জহিরুল হক বলেন, বৈশ্বিক উষ্ণতা দিন দিন বেড়েই চলছে। বায়ুমণ্ডলে কার্বন নিঃসরনের ফলে পৃথিবী উষ্ণতা, বন্যা, বরফগলাসহ পাঁচটি বিপর্যয়কর জলবায়ু টিপিং পয়েন্ট অতিক্রম করার দ্বারপ্রান্তে। এজন্য জীবাশ্ম জ্বালানি দায়ী। তাই ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪৫ শতাংশ কমাতে হবে। তিনি লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ পরিকল্পনার সমালোচনা করে বলেন, একটি প্রাকৃতিক বনকে অর্থনৈতিক কারনে বিপর্যয়েরমুখে ফেলা সঠিক হচ্ছে না। বন উজাড় জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে।
তিনি বলেন, দুবাইতে অনুষ্ঠিত কপ সম্মেলনে বাংলাদেশের বহু সংখ্যক জলবায়ূ ও পরিবেশকর্মী অংশ নিয়েছেন। এই অংশগ্রহনকারীরা বিশ্বনেতাদের কাছে কেবল জলবায়ু ন্যায্যতার দাবি জানিয়ে থেমে থাকবেন না, সরকারের প্রকৃতিবিনাশী অপকর্ম বন্ধেও তাদের সোচ্চার ভূমিকা প্রয়োজন। বিশেষ করে লাঠিটিলা সাফারি পার্ক প্রকল্প বাতিলে ঐক্যবদ্ধ গণ-আন্দোলন গড়ে তোলা দরকার। সভাপতির বক্তব্যে বাপা ডা: মোস্তফা শাহজামান চৌধুরী বলেন, লাঠিটিলা রক্ষায় পরিবেশবাদীদের লাঠি হাতে লংমার্চ করে লাঠিটিলা যাওয়া প্রয়োজন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি