শিক্ষাভবনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪

শিক্ষাভবনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
প্রভাতবেলা প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (শিক্ষাভবন) সামনে শিক্ষকদের ওপর শিক্ষা কর্মকর্তাদের হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ ইউনিট আজ বুধবার এই কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির খান, বাসমাশিস নেতা ও সিনিয়র শিক্ষক আবু নছব মোহাম্মদ সুফিয়ান, মো: আবুল খায়ের, মো: শওকত হোসেন, আজিজুর রহমান এবং মাহমুদ হোসেন।

বক্তারা শিক্ষকদের উপর হামলাকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের অবিলম্বে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে আবেদনকৃত শিক্ষকদের দ্রুত পদায়নের দাবী জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ