শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ১ জুন

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০

শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ১ জুন

প্রভাতবেলা ডেস্ক: করোনার কারণে আগামী ৩০ মে পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। রোজা ও ঈদুল ফিতরের ছুটি শেষে ১ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকেক এ তথ্য জানিয়েছেন।

এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার ঘোষিত সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে করোনার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব।

সচিব বলেন, রোজা ও ঈদের ছুটি ৩০ মে পর্যন্ত আগেই নির্ধারিত ছিল। যেহেতু ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তাই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও রোজা ও ঈদের ছুটির সঙ্গে যুক্ত করা হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়বে কিনা তা পরে যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ