সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫
প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট ♦‘হত-দরিদ্র জনগোষ্ঠীকে বিশেষ অনুদান দেয়া হবে’- এমন তথ্য দিয়ে বিশিষ্ট জনের কাছে তালিকা চেয়ে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ ও কল করছে একটি মহল। শহর সমাজসেবা অফিসার শাহিনুর আলম এর ছবি নাম ও পদবী ব্যবহার করে হোয়াটসঅ্যাপ মেসেজে দিচ্ছে অজ্ঞাত ব্যক্তি।
গতকাল নগরীর কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলেন ঐ ব্যক্তি। নিজেকে সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে তিনি জানান, ‘‘ সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আগামী ২৫ জানুয়ারী হত-দরিদ্র জনগোষ্ঠীকে বিশেষ অনুদান দেয়া হবে। এজন্য আপনী ৫জন দরিদ্র মানুষের নাম ঠিকানার তালিকা দেবেন।’’
একই প্রক্রিয়ায় তিনি বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক, সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড সচিবসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনের কাছে মেসেজটি জানান দেন।
০১৩২৯৮৮১৭০২ এই নাম্বার থেকে Mohammad Shahinur Alam নামেই কল করেন ঐ ব্যক্তি। দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক জালালাবাদ এর সিনিয়র স্টাফ রিপোর্টার মুনশী ইকবাল, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র স্টাফ রিপোর্টার নূর আহমদ সহ বেশ কয়েকজন সাংবাদিক ঐ নাম্বারে কথা বলেন। সংশ্লিষ্ট ব্যক্তির কথাবার্তা সব সাংবাদিকের কাছে সন্দেহজনক মনে হয়।শুরু হয় অনুসন্ধান। সরকারি ওয়েব সাইটে দেখা যায় সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলম এর মোবাইল নম্বর দেয়া আছে- ০১৭০৮৪১৪৫২৮ আর মেসেজদাতা ব্যক্তির নম্বর০১৩২৯৮৮১৭০২। ওয়েবসাইটে দেয়া ফোন নাম্বার ০২৯৯৬৬৪০৭২১ আর মেসেজদাতা ব্যক্তির মেসেজে নাম্বার দেয়া আছে- ০২৯৯৬৬৪০৭৯৮। অত্যন্ত চতুরতার সাথে নাম্বারগুলো ব্যবহার করা হয়েছে।
সাংবাদিকরা তৎক্ষণাত শহর সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করলে মেসজেটি ভূয়া বলে জানান শাহিনুর আলম। প্রভাতবেলা থেকে শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলমের সাথে বৃহস্পতিবার বিকেলে যোগাযোগ করা হয়। শাহিনুর আলম প্রভাতবেলাকে জানান, গতকাল রাতেই আমরা বিষয়টি অবহিত হয়েছি। শুধু সাংবাদিক নয়, সিটি করপোরেশনের সচিবদেরও এ ধরনের তথ্য সম্বলিত মেসেজ এবং মোবাইল কলে জানান হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সচিবদের সাথে বিদ্যমান হোয়াটসআপ গ্রুপে জানিয়ে দিয়েছি, বিষয়টি ভূয়া। শহর সমাজসেবা অফিন, সিলেট থেকে কাউকে ফোন দিয়ে তালিকা চাওয়া বা ত্রাণ বিতরণের কথা বলা এধরনের কোন কার্যক্রম করা হয়নি।
তিনি আরো জানান, সমাজসেবা অফিসার , শহর সমাজসেবা কার্যালয়, সিলেট এর পক্ষ থেকে এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করার নিমিত্তে একটি পত্র জমা দেয়া হয়েছে। এখনো পর্যন্ত (রাত ৭টা) জিডি টি তালিকাভূক্তির নম্বর পাওয়া যায়নি।
সর্বশেষ সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিটে ০১৩২৯৮৮১৭০২ নম্বরে কল করলে রিসিভ করেন এক ব্যক্তি। এ বিষয়ে জানতে চাইলে , কেউ তালিকা দেয়নি বলেই তড়িঘড়ি করে লাইন কেটে দেন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি