সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৪
বিয়ানীবাজার প্রতিনিধি: শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সিলেট নগরীতে পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এবং দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবু তাহের মোঃ তুরাবের স্মরণে তার জন্মমাটি বিয়ানীবাজারে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে এক নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে পৌরশহরের উত্তর বাজারে অনুষ্ঠিত এ নাগরিক শোকসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এখানে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল, তাই শহীদ সাংবাদিক আবু তুরাবের জন্য আমরা দোয়া করবো যাতে আল্লাহ তায়ালা তাকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাত দান করেন। তিনি এসময় শহীদ সাংবাদিক তুরাবসহ এ আন্দোলনে সকল শহীদদের জন্য দোয়া পরিচালনা করেন।
বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন ও সহকারি সেক্রেটারি আব্দুল হামিদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমির নজরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা দক্ষিণের সহকারি সেক্রেটারি সাইফুল্লাহ আল হোসাইন, মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য বিএনপি নেতা নজরুল ইসলাম, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজি কাশেম আহমদ, বড়লেখা জামায়াতের আমির এমাদুল ইসলাম, সমাজসেবক আহমাদুর রহমান খান হিনু, সাংবাদিক মিলাদ জয়নুল, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর এমাদ উদ্দিন, বিএনপি নেতা আব্দুল ফাত্তাহ বকশী, ১২ দলীয় জোট নেতা মুফতি আব্দুল করিম হক্কানি, আইনজীবি আসাদ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আহবাব হোসেন মুরাদ, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আমিনুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা পশ্চিম শাখা শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিয়ানীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল, জৈন্তিয়া উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ নাগরিক সভায় ইসলামী সংগীত পরিবেশন করেন তানভীর এলাহি মজুমদার ও হামদে বারী পরিবেশন করেন কাওসার আহমদ।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি