সাংবাদিক রেনুর পিতৃবিয়োগ, সম্পাদকের শোক প্রকাশ

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪

সাংবাদিক রেনুর পিতৃবিয়োগ, সম্পাদকের শোক প্রকাশ
প্রভাতবেলা প্রতিবেদক: দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার, সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু ও ছড়াকার বশির আহমদ জুয়েলের পিতা মো. আব্দুল হান্নান (৮৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। এরপর তার লাশ তাঁতীপাড়াস্থ বাসায় নিয়ে যাওয়া হয়।

 

 

আব্দুল হান্নান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের প্রাক্তন জনপ্রতিনিধি ছিলেন। তিনি ৫ ছেলে এক মেয়ের জনক।

 

শনিবার বাদ যোহর নয়াসড়ক মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমের লাশ হযরত মানিকপীর (রহ:) মাজার সংলগ্ন টিলায় দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক ও প্রকাশক কবীর আহমদ সোহেল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ