সানি লিওন যা করেন বা করেছেন বাংলাদেশের সকল ‘পীর’ কি তা পারবেন?

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

সানি লিওন যা করেন বা করেছেন বাংলাদেশের সকল ‘পীর’ কি তা পারবেন?

অজয় দাসগুপ্ত, সিডনি: নীল ছবি ছাড়া সানি লিওন আর কি কি করেন তা আগে জানা উচিত।

সানি লিওন ২০১৬ সালে বিবিসি জরীপে পৃথিবীর ১০০ প্রভাবশালী নারীদের একজন নির্বাচিত হয়েছিলেন।
কেন?
বিবিসির সিইও র সাথে শুয়ে? না বিবিসিকে তাঁর শরীর দেখিয়ে?

এই স্বীকৃতি এসেছে ক্যানসার চিকিৎসায় তাঁর সাহায্য ও ভালোবাসার কারণে। তিনি এ বিষয়ে যা করেন বা করেছেন বাংলাদেশের সকল পীর এক হইলেও করতে পারবেন?

লেখার আগে একটু হলেও খবর রাইখেন ভাই।

সানি লিওন ,জাতি বিপদে পড়লে নিজের টাকা অক্ষত রাইখা ব্যাট, বল, টুপি নিলামে তুলে ট্যাকা দেয় না। তিনি একজন চমৎকার অঁকিয়ে। তাঁর একটা আর্ট ওয়ার্ক সামাজিক মিডিয়ায় সাড়া তুললে তিনি তা বিক্রি সে করে টাকা দিয়েছিলেন ক্যানসার নিরাময়ে।
আপনি আমি দশটা টাকা দিছি কোনদিন?

জানলে ভালো করতেন খালি মানুষ না প্রাণীকুলের জন্য ও মমতা আছে তাঁর। বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করেন। রাস্তার কুকুর থেকে অন্য প্রাণীদের নিরাপদ রাখতে সানি লিওনের কাজ বিশ্বব্যাপী প্রশংসিত। মনে হয় একটা ভুল তাঁর আছে, পাগলা কুত্তা খেদানোর কাজ তিনি করেন নাই।

আরও পড়ুন  নাসিমা চৌধুরীর সম্মাননা, সংবর্ধনা

ব্যক্তিজীবনে ভেজিটারিয়ান ও Pro vegetarianism সানি লিওন খালি পর্ণ স্টার? ভালো করে পড়েন তারপর শিখেন তাঁকে বলা হয় নারী সৌন্দর্য উন্মোচনের শিল্পিত প্রতীক।

কথাগুলো মূর্খতা ও মূঢ়তার জন্য লেখা। নয়তো বাংলাদেশের সকল পীরেরা হাউ কাউ করলেও সানি লিওনের কানে পৌঁছাইবো না।
নীচের ফটো টা দেখেন। চারজন চমৎকার সাদা রঙের মানুষের মাঝখানে অপেক্ষাকৃত কম সাদা মেয়েটা কে জানেন?
নিশা। সানি লিওনের দত্তক কন্যা। যার মুখের হাসি দেখেই বোঝা যায় কতটা আপন ও ভালোবাসায় আছে সে।

থুথু যখন নিজের মুখে গালে ফিরে আসে তখন তা হজম করা কঠিন। সানি লিওনকে চরিত্রহীন বলার জন্য কয়েকবার গরুর মুত বা শিবাম্বু দিয়া কুলি করে দেখতে পারেন। পাপ ক্ষয় হইলেও হইতে পারে।
– অজয় দাশগুপ্ত, সিডনি, অস্ট্রেলিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ