সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২১
সিলেটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০০ জনের। মৃত ১০ জনের মধ্যে আটজন সিলেটের, একজন সুনামগঞ্জের, একজন মৌলভীবাজারের ও ওসমানী মেডিক্যাল কলজ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। প্রভাতবেলা ডেস্ক♦
শনিবার (২১ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১০৬, সুনামগঞ্জের ২২, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজারে ৪৭ জন। এছাড়া এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৪১ জন। এর মধ্যে সিলেটের ২৭ হাজার ২৫৫, সুনামগঞ্জের পাঁচ হাজার ৯০০, হবিগঞ্জের ছয় হাজার ১৩১, মৌলভীবাজারে সাত হাজার ৪৪৪ জন। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার হাজার ৩১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে, করোনায় সিলেটে প্রাণহানি হয়েছে ৯৭২ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৭০৮, সুনামগঞ্জের ৬৫, হবিগঞ্জের ৪৬, মৌলভীবাজারের ৭০ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৩ জনের প্রাণহানি হয়েছে করোনায়।
অপরদিকে, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩৪২ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯ জন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি