সিলেটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

সিলেটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে নির্মাণাধীন ১২ তলা ভবনের তিন তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর আম্বরখানা-এয়ারপোর্ট রোডের বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে বলে এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

নিহত শ্রমিক সিলেট সদর উপজেলার মংলিরপাড় এলাকার আসাদ আলীর ছেলে মো. রুবেল মিয়া (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ওই ১২ তলা ভবনের তিন তলায় কাজ করছিলেন রুবেল। হঠাৎ সে সেখান থেকে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রুবেলের চাচা মো. শাকিল হোসেন সৌরভ বলেন, “আমার ভাতিজা ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিল। হঠাৎ পড়ে গিয়ে সে মারা গেছে।’”

ওসি আনিসুর রহমান বলেন, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছে। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ