সিলেট ছাড়া সারাদেশে আবারও ৩ দিনের হিট অ্যালার্ট

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪

সিলেট ছাড়া সারাদেশে আবারও ৩ দিনের হিট অ্যালার্ট
প্রভাতবেলা ডেস্ক: সিলেট অঞ্চল ছাড়া সারাদেশে আবারও ৩ দিনের তাপ প্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করা হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল (২৮ এপ্রিল) রোববার থেকে শুরু হয়ে টানা ৩ দিন সারাদেশে হিট অ্যালার্ট জারি করা হবে। তবে হিট অ্যালার্ট শেষ হওয়ার পর একটু একটু করে বৃষ্টি শুরু হতে পারে।

আজ (২৭ এপ্রিল) শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে আশার কথা জানিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, মে মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে সারাদেশে বৃষ্টি হতে পারে। বৃষ্টি শুরুর আগে ঝড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও হতে পারে কালবৈশাখী ঝড়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ