সিলেট টেস্টে জয়ের পথে বাংলাদেশ

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৩

সিলেট টেস্টে জয়ের পথে বাংলাদেশ

সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩৩২ রানের টার্গেট তাড়ায় ১১১ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে কিউইরা। পরাজয় এড়াতে হলে তাদের আরও ২২১ রান করতে হবে। হাতে আছে মাত্র ৩ উইকেট।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের (৮৬) ফিফটিতে ৩১০ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ৩১৭ রান করে নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্তর (১০৫) সেঞ্চুরি আর মুশফিকুর রহিম (৬৭) ও মেহেদি হাসান মিরাজের (৫০*) জোড়া ফিফটিতে ৩৩৮ রান করে বাংলাদেশ।

৩৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। শূন্য রানে ওপেনার টম ল্যাথামকে ফেরান পেসার শরিফুল। দলীয় ১৯ রানে তাইজুলের শিকার হয়ে ফেরেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন (১১)।

আরও পড়ুন  ব্যারিস্টার মইনুলের জামিনে মুক্তি

দলীয় ৩০ রানে ম্যাট হেনরিকে ফেরান মেহেদি হাসান মিরাজ। দলীয় ৪৬ রানে তাইজুলের দ্বিতীয় শিকারে পরিণত হন আরেক ওপেনার ডেভন কনওয়ে (২২)।

দলীয় ৬০ রানে টম বান্ডেলকেও ফেরান তাইজুল। দলীয় ৮১ রানে গ্লেন ফিলিপসকে ফেরান স্পিনার নাইম হাসান। দলীয় ১০২ রানে তাইজুলের চতুর্থ শিকারে পরিণত হন কাইল জেমিসন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ