সীমান্তের ওপারে খাসিয়াদের হাতে আকবর পাকড়াও( ভিডিও)

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

সীমান্তের ওপারে খাসিয়াদের হাতে আকবর পাকড়াও( ভিডিও)

প্রভাতবেলা প্রতিবেদক♦ আকবর আটক। সিলেট বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে পিটিয়ে হত্যার মুল আসামী আকবরকে আটক করেছেন সীমান্তের ওপারের খাসিয়ারা। জনতার হাতে পাকড়াও আকবরের ভয়ার্ত চেহারাই বলে দিচ্ছে সে খাসিয়াদের কাছে একটুও নিরাপদ বোধ করছে না।

 

বরং বাংলাদেশ পুলিশ বাহিনীর হাতে আটক হলে তার জন্য ভাল ছিলো।

 

সুত্রমতে, সোমবার (৯ অক্টোবর) সকালে কানাইঘাট সীমান্তের ওপারে ডোনা এলাকা থেকে স্থানীয় লোকজন আকবরকে আটক করে। পরে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করে।

 

স্থানীয় খাসিয়া জনতার কাছে আকবর রায়হান হত্যার কথা স্বীকার করেছে। সে বলছে , সে একা খুন করেনি। আকবর এও বলছে, সে পালানোর পেছনে তার বাহিনীর মদদ রয়েছে। জনগণের ধারণ করা ভিডিওতে আকবর বলছে, আমাকে পালিয়ে যেতে বলা হয়েছে। মাস দুয়েক পর পরিস্থিতি ঠান্ডা হলে তা মোকাবেলা করা যাবে। শুনুন তা ভিডিও কথোন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ