সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩
প্রতিনিধি, হবিগঞ্জ:
গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- ওই এলাকার হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের ইউসুফ মিয়া এবং ফারুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার সংঘর্ষও হয়েছে। এ ছাড়া পাল্টাপাল্টি মামলাও রয়েছে উভয়পক্ষের মধ্যে। স্থানীয় সংসদ সদস্যসহ এলাকার মুরুব্বীরা একাধিকবার চেষ্টা করেও বিষয়টি নিষ্পত্তি করতে ব্যর্থ হন।
এরই জেরে গতকাল শনিবার রাতে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উস্তার মিয়া ও ইউসুফ আলী গুরুতর আহত হন। পরে তাঁদের সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
ওসি মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে পুলিশ। এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি