জুড়ীতে অটোরিক্সা চালককে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১

জুড়ীতে অটোরিক্সা চালককে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

জুড়ীতে  অটোরিক্সা চালককে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে মাধ্যমিক শিক্ষক সমিতি।

 

এম রাজু আহমেদ, জুড়ী (মৌলভীবাজার): জুড়ীতে  অটোরিক্সা চালককে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে মাধ্যমিক শিক্ষক সমিতি। উপজেলার জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন আহমদকে ধাক্কা দিয়ে আহতকারী (সিএনজি) অটোরিক্সার  চালকের গ্রেফতারের দাবীতে এই মানববন্ধন করে শিক্ষক সমিতি

 

 

সোমবার ৩০ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় বিজিবি ক্যাম্প চত্বরে জুড়ী উপজলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধনে সমিতির সভাপতি মো. ইসহাক আলীর সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, গত শনিবারে জুড়ী-কুলাউড়া সড়কে রামপাশা এলাকায় কবির আহমদকে  শুরুতর আহত অবস্থায় সড়কের পাশে ফেলে যাওয়া অটোরিকশা ও চালকের পরিচয় এখন পর্যন্ত  প্রকাশ করেনি। এটা অমানবিক আচরণ। বক্তারা দোষি চালককে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

 

 

আরও পড়ুন  সততার দৃষ্টান্ত স্থাপন করলেন অটোরিকশা চালক বাদল

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুক মিয়া, উপজেলা দুপ্রক সভাপতি মো. তাজুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাশ, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির দারা, মাহবুবুল ইসলাম কাজল, ইমরুল ইসলাম, আব্দুল মনাফ, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সমাজ সেবক লিয়াকত আলী, নূরুজ্জামান জামাল, আব্দুর রউফ, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, ছাত্রলীগ নেতা তাপস দাস, শিক্ষক সমিতির নেতা আরমান আলী, রতিশ চন্দ্র দাস, মৃনাল কান্তি দাশ, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, নিপেন্দ্র চক্রবর্তী, খায়রুল ইসলাম, আব্দুল জলিল, আব্দুল মান্নান, সমির বিশ্বাস, সুভাষ রুদ্র পাল, চন্দন রুদ্র পাল, আব্দুর রব, সুমন মিয়া, দেলোওয়ার হোসেন, আমিরুল ইসলাম, জসিম উদ্দিন, নুরুল আলম, দেবদুলাল দাশ প্রমুখ।

আরও পড়ুন  তামিম-মাহামুদুল্লাহর নান্দনিক ব্যাটিংয়ে লড়িয়ে পুঁজি

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সমাজের বিভিন্ন শ্রেণীপেশার লোকজন। মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. আবুল কাশেম।

সর্বশেষ সংবাদ