সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪
প্রভাতবেলা প্রতিবেদক: জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরীকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) রাতে জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি’র সুপারিশক্রমে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে ইয়াহইয়া চৌধুরীকে পার্টির ভাইস চেয়ারম্যান পদসহ দলীয় সব পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
এছাড়া একই বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর এর মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বিলুপ্ত ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টুকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়।
এদিকে এরআগে রোববার (১৪ জানুয়ারি) রাজধানীতে দ্বাদশ জাতীয় নির্বাচন অংশগ্রহণকারী পার্টির প্রার্থীদের এক বিশেষ সভায় দলের চেয়ারম্যানের সমালোচনা করেন ইয়াহইয়া চৌধুরী। এসময় ইয়াহিয়া চৌধুরী পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিভিন্ন অনিয়ম ও স্বেরাচারীতার কঠোর সমালোচনা করে বক্তব্য প্রদান করেন।
বিশেষ সভায় সিলেট- ২ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী বলেন, ‘লজ্জাজনক পরাজয়ের পরও কোনো কর্মসূচি দেয়া হয়নি। জিএম কাদেরের স্ত্রীর কি অবদান দলে? আগে দলের গণতন্ত্র পরে দেশের। পরিবারতন্ত্র চলছে জাপায়। দলের জন্য কিছু করেননি তিনি। ’১৮ এর নির্বাচনে রওশন এরশাদ টাকা দিয়েছেন প্রার্থীদের। তিনি সমঝোতা করে অনেক আসন এনেছিলেন। আপনি সমঝোতাতেও ব্যর্থ, নির্বাচনেও।’
ধারণা করা হচ্ছে, তাঁর বক্তব্যের কয়েকঘণ্টার মধ্যে জাতীয় পার্টি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি