ইরানি ঘাঁটিতে ইসরায়েলের হামলায় নিহত ১৪

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

ইরানি ঘাঁটিতে ইসরায়েলের হামলায় নিহত ১৪

 

বিশ্বভূবন ডেস্ক:

কয়েকদিন কিছুটা শান্ত থাকার পর সিরিয়াকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইরান-ইসরায়েলের সম্পর্ক। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে সিরিয়ায় অবস্থিত ইরানের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৪ ইরানি মিলিশিয়া নিহত হয়েছেন।

 

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, বুধবার রাতে সিরিয়ার দামেস্কের কাছে ইরানি ঘাঁটিকে লক্ষ্য করে দুই দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ১৪ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

 

প্রথম দফার হামলাটি চালানো হয় রাত ১টা ১২ মিনিটের দিকে। এরপর ১টা ৪৫ মিনিটের দিকে দ্বিতীয় হামলাটি হয়। লেবাননের দক্ষিণাঞ্চল ও গোলান উপত্যকার আকাশসীমায় থাকা ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ইরানের ঘাঁটি লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

 

অবশ্য ইরানের ঘাঁটিতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী। এ দিকে সিরিয়া বলছে, ইসরায়েলের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রুখে দিয়েছে তারা।

আরও পড়ুন  সাগরপথে ইতালি পৌঁছেছে ৩৬২ বাংলাদেশী

 

প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে ইরান ও ইরান সমর্থিত বাহিনীগুলোর ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সিরিয়া থেকে ইরানের কোনো ক্ষেপণাস্ত্র যেন লেবাননে পৌঁছাতে না পারে সেজন্যই এ ধরনের হামলা চালিয়ে থাকে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী। সাম্প্রতিক সময়ে তেল আবিবের এসব হামলা আগের চেয়ে অনেক বেড়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ