সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
কয়েকদিন কিছুটা শান্ত থাকার পর সিরিয়াকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইরান-ইসরায়েলের সম্পর্ক। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে সিরিয়ায় অবস্থিত ইরানের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৪ ইরানি মিলিশিয়া নিহত হয়েছেন।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, বুধবার রাতে সিরিয়ার দামেস্কের কাছে ইরানি ঘাঁটিকে লক্ষ্য করে দুই দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ১৪ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।
প্রথম দফার হামলাটি চালানো হয় রাত ১টা ১২ মিনিটের দিকে। এরপর ১টা ৪৫ মিনিটের দিকে দ্বিতীয় হামলাটি হয়। লেবাননের দক্ষিণাঞ্চল ও গোলান উপত্যকার আকাশসীমায় থাকা ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ইরানের ঘাঁটি লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
অবশ্য ইরানের ঘাঁটিতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী। এ দিকে সিরিয়া বলছে, ইসরায়েলের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রুখে দিয়েছে তারা।
প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে ইরান ও ইরান সমর্থিত বাহিনীগুলোর ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সিরিয়া থেকে ইরানের কোনো ক্ষেপণাস্ত্র যেন লেবাননে পৌঁছাতে না পারে সেজন্যই এ ধরনের হামলা চালিয়ে থাকে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী। সাম্প্রতিক সময়ে তেল আবিবের এসব হামলা আগের চেয়ে অনেক বেড়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
প্রভাতবেলা/এমএ
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি