সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১
একসময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি বলেন, ‘তখনকার আমি আর এখনকার আমির মধ্যে পার্থক্য হলো- আমি সুন্দর দুটি কন্যা সন্তানের মা। তখন ২১-২২ বছর বয়সী তিন্নি মডেল-অভিনেত্রী ছিল আর এখন ৩৭ বছর বয়সী নারী ও একজন মা। আমি আর অভিনয় করছি না। সুতরাং একজন মাকে এসব চুলকানি থেকে বাদ দেওয়া যায় না? আমরা সবাই তো কারও সন্তান, আমারও তো মা-বাবা আছে। নাকি? আমাদের নিয়ে অন্য মানুষ খারাপ বললে, আমাদের সন্তান, মা-বাবাও কষ্ট পান। এটাই কি স্বাভাবিক নয়?’♦ আনন্দ ঝর্ণা ডেস্ক♦
মাদক মামলায় গ্রেফতার হয়ে আছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। কাছাকাছি সময়ে মডেল পিয়াসা ও নায়িকা একাকে একই অভিযোগে আটক করা হয়। বিষয়টির প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছিলেন ।
যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনাও শুরু হয়।
অপরদিকে একা-পরীমণির পর অনেক মডেলের নাম প্রশাসনের হাতে। একসময়ে মাদকে আসক্ত তিন্নির নামও অনেকে জড়ানোর চেষ্টা করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। তবে কোনও প্রকার গুজবে অকারণে নিজেকে না জড়ানোর অনুরোধ করেছেন তিন্নি।
এক ফেসবুকবার্তায় কানাডা প্রবাসী এই অভিনেত্রী লেখেন ‘২০১০ সাল থেকে একই কাসুন্দি। কী হইলো, কেমনে হইলো- এসব চলছে, হায়রে মানসিকতা! সময়ের সঙ্গে মানুষের উন্নতি হয় আর আমাদের ওই একই ঘ্যান ঘ্যানানি! আর ভালো লাগে না।’
তিনি আরও বলেন, ‘শুনেছিলাম, মানুষের হায় (অভিশাপ) লাগলে মানুষ সর্বস্বান্ত হয়ে যায়। আমার কথা বলছি না, আমাদের বাবা-মা, সন্তানদের কষ্টের হায় লাগার কথা বলছি, আমরা কি পারি না, ভালো-ভদ্রভাবে সবকিছু উপস্থাপন করতে? দয়া করে নিজে বাঁচুন অন্যকেও বাঁচতে দিন! আসুন সবাই আবার মানুষের মতো কাজ করি। জীবনে ভণ্ডামি করি নাই, করলে হয়তো অনেক ভালো লাইফ হতে পারতো। যাই হোক, সবাই আমার ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। যেন দিন শেষে সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি।’
উল্লেখ্য, ২০০২ সালে মডেলিং দিয়ে শোবিজে পা রাখেন তিন্নি। ২০০৪ সালে মোস্তফা সরওয়ার ফারুকীর ধারাবাহিক ‘৬৯’ নাটকের সুবাদে অভিনয়ে তার শুরু। এরপর দর্শকদের তিনি উপহার দিয়েছেন অসংখ্য নাটক। অভিনয় করেছেন ‘ডুবসাঁতার’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘সে আমার মন কেড়েছে’ সিনেমাতেও।
২০১৭ সালে তিন্নি ‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’ শিরোনামে নাটকে অভিনয় করেন। এই নাটকে তিন্নি অভিনয় করেন সজলের বিপরীতে। এরপর তাকে আর অভিনয়ে নিয়মিত পাওয়া যায়নি।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি