জুড়ীতে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫৯.৬৫%

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩

জুড়ীতে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫৯.৬৫%
প্রতিনিধি, জুড়ী : মৌলভীবাজারের জুড়ীতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৫৯.৬৫% শিক্ষার্থী পাশ করেছে । এ বছর উপজেলার এইচএসসি পর্যায়ে ৪ টি প্রতিষ্ঠান থেকে মোট ১৩৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮০৩ জন।

পাসের দিক দিয়ে সর্বোচ্চ স্থানে রয়েছে শাহ নিমাত্রা ফুলতলা কলেজ। এ কলেজ থেকে ১৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১৬১ জন।পাসের হার ৮১.৩১%। উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীট তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ থেকে ৮৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৫০৯ জন। হাজী আপ্তাব উদ্দিন আমেনা খাতুন কলেজ থেকে ২০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১০৫ জন। শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২৮ জন।

অন্যদিকে আলিম পরিক্ষায় ৩ টি প্রতিষ্ঠান থেকে ১৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১৫১ জন। পাসের হার ৯৩.৭৮%। পাসের দিক দিয়ে এগিয়ে রয়েছে শাহখাকী রঃ আলিম মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে ৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৭ জন উত্তীর্ণ হয়েছে। অপর দুই মাদ্রাসা নওয়া বাজার আহমদিয়া ফাযিল মাদ্রাসা থেকে ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৫৩ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো আনোয়ার এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বছরের এসএসসি পরীক্ষার উপজেলার ফলাফল খারাপ ছিল এ বছর এইচএসসি ও আলিমে তুলনামূলক ভালো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ